Friday 29 April 2016

Independent Television Limited, a news sensation in television world for Bangladesh

The largest conglomerate of Bangladesh, Beximco Group is making its impact in broadcasting industry through its privately owned Independent Television Ltd channel. Being headquartered in Tejgaon, Dhaka, Independent Television Ltd was put on program in March, 2010 after obtaining official license from Government of Bangladesh and since then it is ceaselessly available for 24 hrs. The news coverage is the main focus area for the channel as the company is on top for each latest news and strives to bring all contents in knowledge of every viewer as soon as possible.

The shows on Independent TV are arranged in consideration with developing demand of the audience and scopes out for various topics mainly on politics. The channel also telecasts special sports shows like Joto khela, Goal and How's That Athar and keeps all its admirers engaged with other cultural programs, business updates and favorites from entertainment category along with some documentary content.

As a sequel, the company launched an official news website of Independent Television in 2012, by name of www.independent24.tv. Independent News Website implicates latest national and international news coverage and gives releases of entertainment, sports, science or political genres as well. Likewise television enthusiasts can view their desired program online and can also download the same.

Thursday 28 April 2016

IFIC Bank hands over literary award

The IFIC Bank Shahitya Puroshkar- 2014 was handed over to the winners Saturday in the city. Faruque Chowdhury and Shaheen Akhtar received the awards worth Tk 0.5 million each for their books namely ‘Jiboner Balukabelay’ and ‘Moyur Shinghashon’ respectively. Finance Minister AMA Muhith handed over the crests and money to the winners.

The minister also inaugurated the newly-built IFIC Bank Tower immediate before of the award giving ceremony. With giving such award the IFIC Bank is contributing for creative literary activities in the country, said Mr Muhith. He also said since the beginning the bank has been working in many ways for the country's economic development. Salman F Rahman, the IFIC Bank chairman said along with corporate social responsibility (CSR) they sponsored and donated for different cultural programme.  And such initiatives will continue in coming days. The IFIC Bank managing director Shah Alam Sarwar, professor Anisuzzaman, barrister Rafiqul Haque, Bengal Foundation chairman Abul Khair Litu, writers, cultural activists, among others were present at the programme

পুরস্কার পেলেন ফারুক চৌধুরী ও শাহীন আখতার

আইএফআইসি ব্যাংক মিলনায়তনে গতকাল আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় (বাঁ থেকে) ব্যাংকের এমডি সিইও শাহ সারওয়ার, সাহিত্যিক শাহীন আখতার, লেখক ফারুক চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সালমান এফ রহমান, অধ্যাপক আনিসুজ্জামান আবুল খায়ের l প্রথম আলো২০১৪ সালের জন্য আইএফআইসি পুরস্কার পেলেন সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী লেখক শাহীন আখতার গতকাল শনিবার এক অনুষ্ঠানে দুই লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বই দুটো প্রকাশ করেছে প্রথমা প্রকাশন

ফারুক চৌধুরী তাঁর আত্মজীবনী জীবনের বালুকাবেলায় এবং শাহীন আখতার তাঁর উপন্যাস ময়ূর সিংহাসন-এর জন্য পুরস্কার পেয়েছেন প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত লেখকদের হাতে পাঁচ লাখ টাকার চেক, একটি ক্রেস্ট সম্মাননাপত্র তুলে দেন তিনি বলেন, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার অর্থমানের বিচারে দেশের সব থেকে বড় সাহিত্য পুরস্কার এই পুরস্কার সাহিত্যিকদের অনুপ্রাণিত করবে তিনি এই পুরস্কারের ধারাবাহিকতা গুণগত মান বজায় রাখার আহ্বান জানান সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এই পুরস্কার সাহিত্যিকদের যে অনুপ্রেরণা দেবে তার স্থায়ী ফল ভবিষ্যতে পাওয়া যাবে
বিশেষ অতিথির বক্তব্যে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, সাহিত্যক্ষেত্রে আইএফআইসি ব্যাংক প্রবর্তিত এই পুরস্কারটি অর্থ গুণমানের বিচারে ইতিমধ্যেই সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত হয়েছে স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ব্যাংক যত দিন থাকবে তত দিন এই পুরস্কার অব্যাহত থাকবে
পুরস্কারের প্রতিক্রিয়ায় ফারুক চৌধুরী বলেন, বৃদ্ধ বয়সেও পুরস্কারপ্রাপ্তি আনন্দদায়ক দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখি শুরু করেছেন তাঁর কূটনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং তাঁর জীবনকালে ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান এবং তারপর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গুরুত্বপূর্ণ পালাবদলের প্রক্রিয়ায় ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভব তিনি বইটিতে তুলে ধরেছেন
শাহীন আখতার বলেন, উপন্যাসটিতে ব্রিটিশ ঐতিহাসিকেরা মোগলদের নিয়ে যে বিকৃত ইতিহাস রচনা করেছেন সেখান থেকে সরে এই উপন্যাসে ঐতিহাসিক সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আইএফআইসি ব্যাংকের পরিচালক অতিরিক্ত সচিব জামাল আহমেদ, সাবেক পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আলি খান ধন্যবাদ জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ সারওয়ার
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের নবনির্মিত বহুতল করপোরেট ভবনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার বিতরণ

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৪ পেলেন ফারুক চৌধুরী শাহীন আখতার
শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কার দেওয়া হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
এতে বলা হয়, ফারুক চৌধুরীকে তারজীবনের বালুকাবেলায়এবং শাহীন আখতারকে তারময়ূর সিংহাসনবইয়ের জন্য পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা, সম্মাননাপত্র ক্রেস্ট তুলে দেওয়া হয়

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেঙ্গল ফাউন্ডেশন চেয়ারম্যান আবুল খায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের আগে অর্থমন্ত্রী, বেঙ্গল ফাউন্ডেশন চেয়ারম্যান আইএফআইসি ব্যাংক চেয়ারম্যান সালমান এফ রহমান নবনির্মিত আইএফআইসি ব্যাংক টাওয়ার উদ্বোধন করেন
এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ার বক্তব্য রাখেন

আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন সচিব কামাল নাসের চৌধুরী, আইএফআইসি ব্যাংকের পরিচালক অতিরিক্ত সচিব জালাল আহমেদ এবং বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার